টাকা না দেয়ায় হল থেকে বের করে দিলেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক, উপজেলা প্রতিনিধি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার ১১ই ডিসেম্বর ২০১৯ ১০:৫২ পূর্বাহ্ন
টাকা না দেয়ায় হল থেকে বের করে দিলেন শিক্ষক

বরিশালের আগৈলঝাড়ায় স্কাউট ড্রেসের টাকা দিতে না পারায় পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক। মঙ্গলবার বিকেলে উপজেলার বাকাল হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মুহূর্তে ঘটনাটি ছড়িয়ে পড়লে অভিযুক্ত প্রধান শিক্ষক মৃনালিনী তালুকদারকে বদলি ও শাস্তির দাবি জানিয়েছেন অভিভাকরা। পরে বিদ্যালয়ে ছুটে যান ইউএনও বিপুল চন্দ্র দাস। 

জানা গেছে, ওই বিদ্যালয়ে মঙ্গলবার গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষার প্রায় এক ঘণ্টা গেলে প্রধান শিক্ষক মৃনালিনী স্কাউট ড্রেসের টাকা না দেয়ায় দশ শিক্ষার্থীকে ডাকেন। এর মধ্যে ড্রেসের টাকা শনিবার ও রোববার পরিশোধ করবে জানালে আটজনকে পরীক্ষার সুযোগ দেয়া হয়। কিন্তু তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শংকর দের মেয়ে পায়েল দে ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শচীন বিশ্বাসের মেয়ে চৈতী বিশ্বাসকে বের করে দেন।

শিক্ষার্থীরা বাড়িতে যেয়ে অভিভাকদের জানায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা দেখা দেয়। এদিকে ঘটনা জানতে পেরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রিতীশ বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠান শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, বের করে দেয়া শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাই। পরে দুই শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার নির্দেশ দেয়া হয়।

ইনিউজ ৭১/এম.আর