
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৩

পিরোজপুরের কাউখালীতে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৪টি দোকানকে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৪ ধারায় এ জরিমানা জরিমানা করা হয়।
সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত উপজেলার দক্ষিন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট রফিকুল হক।
ইনিউজ ৭১/এম.আর
