দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে আইনের শাসন নিশ্চিত করা সবচেয়ে বড় মানবাধিকার। আইনের শাসন প্রতিষ্ঠা করে সরকার মানবাধিবার সুরক্ষায় বন্ধপরিকর এমন মন্তব্য করে যেখানেই মানবাধিকার লঙ্ঘন সেখানেই সরকার সোচ্চার বলে জানান প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, যারা অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেয় সে দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়। বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষায় আইনের শাসন প্রতিষ্ঠা করবে। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল বলে জানান শেখ হাসিনা। এ সময় রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।