
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০১৯, ০:৩৩

“বন্ধ হলে দূর্নীতি উন্নয়নে আসবে গতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্দুরকানীতে দূর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এক বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকালে ইন্দুরকানী উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহি অফিসার হুসাইন মুহাম্মাদ আল মোজাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, দিলরুবা মিলন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেরা সুলতান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন গাজী, বালিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান কবির বয়াতি প্রমুখ। র্যালিতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃ বৃন্দ ওবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
