
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০১৯, ০:২৩

শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আকলিমা (৩১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল জবরদখল গ্রামের নিজ ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মৃত আকলিমা ওই গ্রামের আল আমিন সরদারের স্ত্রী।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আকলিমার স্বামী আল আমিনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। সখিপুর থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ আকলিমার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আল আমিনকে আটক করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
