কাউখালীতে নানা আয়োজনে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৯ই ডিসেম্বর ২০১৯ ০৪:০৬ অপরাহ্ন
কাউখালীতে নানা আয়োজনে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এবারে স্লোগান ছিল ‘‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’’। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বরে প্রথমে শান্তির পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে চত্বর থেকে এক দুর্নীতি বিরোধী র‌্যলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আঃ লতিফ খসরু প্রমুখ। পরে সচেতনতা মূলক স্বাক্ষর নেয়া হয় এবং দুর্নীতি প্রতিরোধ শপথ বাক্য পাঠ করান। 

ইনিউজ ৭১/এম.আর