আ.লীগ বাঁচাতে সাচ্চা নেতা-কর্মী লাগবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৮ই ডিসেম্বর ২০১৯ ০৫:৪০ অপরাহ্ন
 আ.লীগ বাঁচাতে সাচ্চা নেতা-কর্মী লাগবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের বলেছেন, আওয়ামী লীগ‌কে যে‌কোনো মূ‌ল্যে ঐক্যবদ্ধ রাখতে হবে। চক্রান্ত এখনও চলছে, সু‌বিধাবা‌দীরা উইপোকার ম‌তো দল‌কে খে‌য়ে ফেল‌বে। আজ রোববার দুপুরে বরিশা‌লে আওয়ামী লী‌গের স‌ম্মেল‌নে প্রধান অতি‌থির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দলের এ সাধারণ সম্পাদক বলেন, ‘দলের মধ্যে চাঁদাবাজ, টেন্ডারবাজ‌দের প্রয়োজন নেই। শী‌তের অতি‌থি ও মৌসুমি পা‌খি‌দের দরকার নেই। দ‌লে ত্যাগী‌দের মূল্যায়ন করা হবে।’

তিনি বলেন, ‘বিএন‌পির নেতৃত্ব এখন অস্তিত্বের সংক‌টে। তা‌দের প‌রিণতি হ‌বে মুস‌লিম লী‌গের ম‌তো। খা‌লেদা জিয়া দুই বছর জে‌লে। দুই বছ‌রে তারা দুই মি‌নি‌টও আন্দোলন ক‌রতে পা‌রে‌নি। শুধু বি‌দেশি‌দের কা‌ছে না‌লিশ কর‌ছে।’ ওবায়দুল কাদের বলেন, দেশ‌কে বাঁচা‌তে হ‌লে আওয়ামী লীগ‌কে বাঁচা‌তে হ‌বে। আওয়ামী লীগ‌কে বাঁচা‌তে হ‌লে ত্যাগী নেতা‌দের বাঁচা‌তে হ‌বে। এজন্য শেখ হা‌সিনার সরকার‌কে বারবার ক্ষমতায় দরকার।

ইনিউজ ৭১/এম.আর