গোপালগঞ্জের মুকসুদপুরে মহানবী হযরত মোহাম্মাদকে (সা.) নিয়ে কটূক্তিকারী রিপন মিত্রের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। শুক্রবার বাদ জুমা মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি মুকসুদপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেংরাখোলা আলিয়া মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার রাতে ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মুকসুদপুরের রিপ্রেজেন্টেটিভ রিপন মিত্র মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করে। বিক্ষুব্ধ জনতাকে শান্ত থাকার আহবান জানিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেল এএসপি আনোয়ার হোসেন ভুইয়া বলেন, অভিযুক্ত রিপন মিত্রর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইন তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।