
প্রকাশ: ১ ডিসেম্বর ২০১৯, ৪:১৭

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে একই এলাকার শহিদ সরদার (৫৫) ও নাহিয়ান সরদার (১৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। এ ঘটনায় লম্পট চাচা-ভাতিজাকে আসামি করে শনিবার রাতে গৌরনদী থানায় একটি মামলা করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে ধর্ষক শহিদ সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গৌরনদী থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় ধর্ষক শহিদ সরদার ও নাহিয়ান সরদারকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শহিদকে গ্রেফতার করেছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মেডিকেল পরীক্ষার জন্য রোববার সকালে ধর্ষণের শিকার ছাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্ষণের ঘটনায় সালিশ বিচার সম্পর্কে চাঁদশী ইউপির সাবেক সদস্য আবুল সরদার বলেন, উভয় পক্ষই আমার বংশের লোক। এ ঘটনার সঙ্গে আমার বংশের মান-সম্মান জড়িত। তাই আমরা বিচার করে মীমাংসা করে দিয়েছিলাম। সালিশ বিচারক নাসির সরদারের বক্তব্য জানার জন্য তার বাড়িতে গেলে সাংবাদিক দেখে আত্মগোপন করেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব