
প্রকাশ: ১ ডিসেম্বর ২০১৯, ২১:৪৯

মোবাইল কোর্ট পরিচালনার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আদেশের কপি দ্রুত প্রদানের জন্য ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি সরকারকেও এই বিষয়ে নজর দেয়ার নির্দেশ। মোবাইল কোর্ট পরিচালনার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সার্টিফায়েড কপি না দেয়ার বিষয়ে রোববার সকালে র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে তলবের পর বিচারপতি ইনায়েতুর রহিম এই নির্দেশ দেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব