
প্রকাশ: ১ ডিসেম্বর ২০১৯, ২০:৫৯

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ ক্বারী সমিতির উদ্যেগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। আজ ২রা ডিসেম্বর সোমবার বিকাল চারটায় উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ময়দানে ক্বিরাত সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হবে। মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় বিকাল থেকে রাত পর্যন্ত বিদ্যালয়ের সুবিশাল ময়দানে এ ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।
মিশর,তানজিয়া,ভারত,ইন্দোনেশিয়াসহ বিভিন্ন বিদেশি ও দেশের বিক্ষ্যাত আলেম ওলামাদের সু-মধুর কণ্ঠে বিশুদ্ধ কুরআন তেলোয়াদ ও ইসলামি মূল্যবান বয়ান পেশ করা হবে। সম্মেলনে বাংলাদেশ গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রী এ্যাড: শ ম রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানাগেছে।
মিসরের শায়খ ড.ক্বারী আবদুল নাসির, তানজিয়ার শায়খ ক্বারী রেজাই আইয়ুব, ভারতের ক্বারী তৈয়ব জামাল, বাংলাদেশের শায়খ আলহাজ্ব মাওলানা ক্বারী মো. হাবীবুর রহমান সহ আরো অনেক বিদেশ ও দেশ বরন্য জনেরা সম্মেলনে অংশ নিবেন। এছাড়াও সম্মেলনে অংশ নিতে বরিশাল বিভাগ ছাড়া দেশের বড় বড় ইসলামি চিন্তাবিদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট জনেরা উপজেলার প্রান্তে যাত্রাপথে আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
সম্মেলন উপলক্ষে ইতোমধ্য ময়দানের যাবতীয় সাজ সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। গত কয়েকদিন থেকে পুরোধমে চলছিল প্যান্ডেল ষ্টাইজের কাজ। দেশ বরন্য আলেম ওলামাদের ক্বিরাত শুনতে গোটা উপজেলার ধর্মপ্রাণ মুসমানদের মধ্য খুশির আমেজ বইছে। জানাগেছে ক্বিরাত সম্মেলন শুনতে উপজেলা ছাড়াও বরিশাল বিভাগের গোটা দক্ষিণা ল থেকে থেকেও দ্বীনধার মুসমানগনের আগমন ঘটবে।
প্রসঙ্গত, হাফেজ ক্বারী সাইদুর রহমান একজন দেশ বরন্য ক্বারী। তিনি নেছারাবাদ উপজেলার সন্তান। তার স্মরনে প্রতি বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। মরহুমের স্মরনে এবারের মত ৩য় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইনিউজ ৭১/এম.আর