
সারাদেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘটে শনিবার দিনভর যাত্রীদের ভোগান্তির পর মধ্যরাতে এই ঘোষণা দেওয়া হয়। শনিবার শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান বিকাল ৩টা থেকে শ্রম ভবনে লঞ্চ মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে দাবি-দাওয়া পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক প্রতিনিধিরা।
শুক্রবার মধ্যরাত থেকে (শনিবার রাতের প্রথম প্রহর) লাগাতার নৌ ধর্মঘটে নেমেছিলেন নৌযান শ্রমিকরা। নিয়োগপত্র ও খাবার ভাতা দেওয়াসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এতে সারা দেশে সকল প্রকার নৌ চলাচল বন্ধ থাকে। দিনভর ভোগান্তিতে পড়েন যাত্রী ও ব্যবসায়ীরা।
ফেডারেশনের দাবিগুলো হলো:

ইনিউজ ৭১/এম.আর