
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ২:৪

মাদক ব্যবসায়ীরা আমাদের বন্ধু না, তারা সমাজের শত্রু। হাজার হাজার মানুষের মধ্যে ২-৪ জন ইয়াবা ব্যবসায়ী আমাদের প্রজন্মকে ধ্বংস করে দেবে তা হতে পারে না। সমাজে লুকিয়ে থাকা ইয়াবা সেবনকারীও মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করতে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি রক্ষা করতে হয় দাঙ্গাওমাদককে নির্মূল করতে হবে। "দাঙ্গা,মাদক মুক্ত সরাইল গড়ার লক্ষ্যে "অস্ত্র ছেড়ে কলম ধরি, সুন্দর আগামী সরাইল গড়ি, এই স্লোগান কে সামনে রেখে সভা অনুষ্টিত হয়েছে।
মাদক, জুয়াও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মা নামাজের খুদবার আগে থানা পুলিশের উদ্যোগে পৃথকভাবে উপজেলার সদর ইউনিয়নে সরাইল পরগনার ঐতিহাসিক-ঐতিহ্যবাহী আরিফাইল শাহী জামে মসজিদে পুলিশের পক্ষ থেকে এ জনসচেতনা মুলক সভা অনুষ্ঠিত হয়।
এরই অংশ হিসাবে সরাইল থানার অফিসার ইনর্চাজ মোঃ সাহাদাত হোসেন টিটো, ঐতিহ্যবাহী আরিফাইল শাহী জামে মসজিদের পেশ ঈমাম মুখতি আব্দুল মজিদের ইমামতিতে নামাজ আদায় করেন, এ সময় ওসি আরো বলেন, মাদক,জুয়াও দাঙ্গা-র্ধমীয় বিবাদ ভুলে, সকলে মিলে মিশে শান্তির সরাইল গড়তে হবে।
তিনি তাঁর বক্তব্যে সকলকে অনুরোধ করে বলেন, আমাদের নবী-কে কি দিয়ে বানিয়েছে, সৃষ্টিকর্তাই ভালো জানে, তা নিয়ে সাধারণ মুসলমানের মধ্যে ফেতনা সৃষ্টি করবেন না। এ বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে যারাই ফেতনা সৃষ্টি করে তারা সমাজ ও ইসলামের শত্রু।

এই সময় তিনি মুসিল্লিদের উদ্দেশ্য বললেন, মুসলমান ভাই ভাই কারো কথায় র্ধমীয় বিবাদ করা যাবেনা অপরোক্ত কথাগুলো বললেন সরাইল থানা ওসি মোঃ শাহাদাত হোসেন টিটো, পরে সকল মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে শান্তির পক্ষে শপথ করেন, দাঙ্গা, মাদক মুক্ত রাখতে সকলেকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব