চুরি না করেও পিতা পুত্রকে গরু চুরির মামলায় আসামী করা হয়েছে। সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে একটি স্বার্থেনেস্বী মহল এ ঘটনা ঘটিয়েছে। শুকবার সকাল ১০টায় এমন দাবি করে মহিপুর প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেছেন গরু চুরি মামলার আসামী আব্দুর রব হাওলাদারের বড়ভাই নোয়াব হাওলাদার। সংবাদ সম্মেলনে তাদের পরিবারের সদস্যসহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন
লিখিত বক্তব্যে নোয়াব হাওলাদার বলেন, তার ছোট ভাই রব হাওলাদার মহিপুর এলাকায় দীর্ঘ প্রায় ৩০ বছর সুনামের সাথে ব্যবসা করে আসছে। সে একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী। গত ২৫ নভেম্বর রাতে সোহেল (২৫) নামের এক গরু চোরকে খাজুরা গ্রাম হাতে নাতে আটক করে স্থানীয়রা। পরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাকে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় মহিপুরের ব্যবসায়ী আব্দুর রব হাওলাদার ও তার ছেলে মিরাজ হাওলাদারকে আসামী করা হয়েছে। যা সম্পুর্ণ মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, গরু চুরির একটি মামলা হয়েছে। ১ আসামী জেলে রয়েছে। তদন্ত সাপেক্ষে এর সাথে জরিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অহেতুক কাউকে হয়রানী করা হবে না।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।