
প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ১৮:১২

বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর দূর্গাপুর এলাকায় বড় ভাবি হোসনেয়ারাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে দেবর রুহুল আমিন। ৫ সন্তানের জননী হোসনেয়ারা, বাকিবিল্লাহ সরদারের স্ত্রী। সে এখন হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।চর দূর্গাপুর এলাকার এলাহী বক্স সরদারের সন্তান বাকিবিল্লাহ এবং রুহুল আমিন।আহত হোসেনোয়ারা " ইনিউজ৭১" কে জানায়, বৃহস্পতিবার দুপুরে হোসনেয়ারা নিজ ঘরে কাজ করছিলো। স্বামী বাকিবিল্লাহ ইটভাটার কাজে বের হয়ে যায় আর সন্তানেরা স্কুলে যাওয়ায় কারনে,সে একাই বাড়িতে ছিলো।
দেবর রুহুল আমিন এবং তার স্ত্রী তাসলিমা এসময় অনেকটা উদ্দেশ্য মুলকভাবে, হোসনেয়ারার বাড়ির কাছ থেকে মাটি কাটতে থাকে। মাটি কাটতে নিষেধ করার কারণে, হঠাৎ দেবর রুহুল আমিন এবং তার স্ত্রী হোসনেয়ারার ঘরে ঢুকে সারা শরীরে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। বেধড়ক পিটুনিতে হোসনেরা জ্ঞান হারিয়ে ফেলে। বেধড়ক পিটুনিতে হোসনেয়ারার শরীরের অনেক স্থান ক্ষত হয়ে যায় এবং তার বাম হাতের মধ্যে আঙ্গুলটি ভেঙ্গে যায়। হোসেনেয়ারা আরো জানায়, এর আগেও অনেক বার তাকে মারধর করেছিলো দেবর রুহুল আমিন। এমন ঘটনার ব্যাপারে হোসনোয়ার স্বামী বাকিবিল্লাহ জানায়, রুহুল আমিনের বিরুদ্ধে হিজলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
