হাবিবুল্লাহ সভাপতি, মোশারেফ সম্পাদক! রাঙ্গাবালি গ্রাম পুলিশের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
ফরাজী মো.ইমরান, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে নভেম্বর ২০১৯ ০৫:১৮ অপরাহ্ন
হাবিবুল্লাহ সভাপতি, মোশারেফ সম্পাদক! রাঙ্গাবালি গ্রাম পুলিশের কমিটি গঠন

বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের রাঙ্গাবালি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পিতবার ছোট বাইজদা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত জেলা কমিটির এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে  হাবিবুল্লাহ দফাদারকে সভাপতি ও মোশারেফ হোসেনকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ, ছোট বাইজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান হাওলাদার, গ্রাম পুলিশের পটুয়াখালী জেলা কমিটির সভাপতি আবদুস ছালাম ও সাধারন সম্পাদক লোকমানসহ রাঙ্গাবালি গ্রাম পুলিশের সকল সদস্যরা। সভায় বক্তারা বলেন, গ্রাম পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে কার্যকরী ভূমিকা পালন করবেন এ কমিটি। এছাড়া নতুন কমিটিকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থেকে কাজ করা আহ্বান জানান বক্তারা।

ইনিউজ ৭১/এম.আর