কলাপাড়ায় গণপ্রকৌশল দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে নভেম্বর ২০১৯ ০৫:১৩ অপরাহ্ন
কলাপাড়ায় গণপ্রকৌশল দিবস পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব রাইসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম সোলায়মান, আইডিইবি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী আবদুল মান্নান, সাংবদিক নেছার উদ্দিন আহম্মেদ টিপু প্রমূখ।

সভায় বিভিন্ন কলেজের কয়েকশ শিক্ষক-শিক্ষার্থীরসহ সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সূখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবে আইডিবি বলে জানান।  এছাড়া “লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি” এই প্রত্যয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন। 

ইনিউজ ৭১/এম.আর