
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ২২:৩৬

রাজধানী গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় দেয়া হয় গতকাল।অভিযুক্ত ৮ আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। এবং মিজান ও ওরফে বড় মিজানকে খালাস দিয়েছেন আদালত। গত বুধবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ধার্য করেন।
