
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ২২:২৬

র্যাব-৮,ফরিদপুর ক্যাম্পে অনেক ভুক্তভোগী বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের অভিযোগ দায়ের করে থাকে। এর ধারাবাহিকতায় গত ২৭/১১/২০১৯ ইং তারিখ এক ব্যক্তি ফরিদপুর র্যাব ক্যাম্পে উপস্থিত হয়ে অভিযোগ করে যে, মাদ্রাসায় অধ্যয়নরত তার ১১ (এগার) বছর বয়সি কন্যা সন্তানকে গত ২২/১১/২০১৯ খ্র্রিঃ মোঃ ইউসুফ আলী ভুইয়া নামে এক ব্যক্তি তার ভ্যানগাড়িতে করে মাদ্রাসায় পৌছে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে গেছে ও তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করছে এবং টাকা না দিলে মেয়েকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
উক্ত অভিযোগ প্রাপ্তির পর ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষনের মাধ্যমে ঘটনার সত্যতা পায় এবং যোগাযোগ প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্ত করে ২৮/১১/২০১৯ ইং তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় অভিযুক্ত ১। মোঃ ইউসুফ আলী ভুইয়া (৩০), পিতা- মৃত হোসেন আলী ভুইয়া, সাং- দিঘলদি, থানা- আড়াই হাজার, জেলা- নারায়নগঞ্জ {এ/পিঃ জনৈক কাদের ব্যপারীর, সাং- মৃগী কলেজপাড়া (কানাইপুর), থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর এর বাড়ির ভাড়াটিয়া} কে ফরিদপুর কোতয়ালী থানাধীন মৃগী (কানাইপুর) কলেজের সামনে থেকে গ্রেফতার করে ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।
এ সময় আসামী মোঃ ইউসুফ আলী ভুইয়া এর নিকট থেকে ০২ টি সিম কার্ডসহ ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামী মোঃ ইউসুফ আলী ভুইয়াকে জিজ্ঞাসাবাদে সে ভিকটিমকে ঢাকায় চিরিয়াখানা দেখানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে ভিকটিমের পিতার নিকট মুক্তিপন দাবি ও ধর্ষনের কথা স্বীকার করে। ভিকটিমের পিতা বাদী হয়ে আসামী মোঃ ইউসুফ আলী ভুইয়ার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান আছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান আছে।

ইনিউজ ৭১/এম.আর