কাউখালীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্পের অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে নভেম্বর ২০১৯ ০১:৫৮ অপরাহ্ন
কাউখালীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্পের অবহিতকরণ সভা

পিরোজপুরের কাউখালীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি হলরুমে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান শেখ শামচ্ছুদ্দোহ চাঁন, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, নাগরিক উদ্যোগের প্রকল্প ব্যবস্থাপক মারুফিয়া নুর সিফা, কর্মসূচি কর্মকর্তা আবু নাসের মাসুদ, এরিয়া অফিসার উত্তম কুমার রায়, সহকারী এরিয়া অফিসার রকিবুল ইসলাম রনি, সমাজ সেবক আঃ লতিফ খসরু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজীম শরীফ, সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবীর, বিআরডিবি কর্মকর্তা এস.এস আরিফুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান, সমবায় কর্মকর্তা জাহানারা বেগম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধার সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ আরও অনেকে। সভায় স্থানীয় জন-প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, বিবাহ রেজিষ্টার, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সরকারী-বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি অংশগ্রহন করেন। 

ইনিউজ ৭১/এম.আর