
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১৮:৫৪

প্রতিটি মানুষেই চায় এক খন্ড জমির মালিক হতে, আর সেই জমিতে নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করে সুখে বসবাস করতে। তাইতো কষ্টের উপার্জনের টাকা দিয়ে কিনতে চান এক খন্ড জমি। সেই স্বপ্ন পূরণ হলেও কখনো কখনো সঙ্গী হয়ে যায় বিপদ।
> অবশ্যই গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে জরিপের মাধ্যমে প্রণিত রেকর্ড, খতিয়ান ও নকশা যাছাই করে নিতে হবে।


আইজ্ঞরা আরোও বলেছেন, যদি পর্চার মন্তব্য কলামে কিছু লেখা থাকে যেমন (AD) তাহলে বুঝতে হবে উক্ত খতিয়ানের বিরুদ্ধে সত্যায়ন বা শুদ্ধতার পর্যায়ে আপত্তি রয়েছে, সেক্ষেত্রে জমি ক্রয়ের আগে জরিপ অফিসে জমিটির সর্বশেষ অবস্থা জেনে নিতে হবে।
ইনিউজ ৭১/এম.আর