কলাপাড়া উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ফরাজী মো.ইমরান, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ২৭শে নভেম্বর ২০১৯ ০৯:১৩ অপরাহ্ন
কলাপাড়া উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় কলাপাড়া পৌর শহরের শহীদ মিনার চত্ত¡রে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন। কলাপাড়া উপজেলা আ.লীগের সভাপতি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.শাহজাহান মিয়া।

কলাপাড়া উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক রাকিবুল আহসানের সঞ্চলনায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। জাতীয় সংগীতের সুরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনসহ কোরআন তেলোয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা অওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ কয়েক হাজার জনতা উপস্থিত ছিলেন। 

সম্মেলন সভা স্থলের পাশেই শেখ কামাল অডিটরিয়ামে বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে এমপি মহিব্বুর রহমানকে সভাপতি এবং আবদুল মোতালেব তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরেই আবার কেন্দ্রের সঙ্গে আলোচনার কথা বলে চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানান জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী আলমগীর হোসেন জানান, যেহেতু কন্ঠভোটে কাউন্সিলররা স্থানীয় এমপি মহিব্বুর রহমানকে সভাপতি নির্বাচিত করেছেন। ওই কারণে আপাতত কেন্দ্রের নির্দেশনা অনুসারে কমিটি ঘোষণা স্থগিত রাখা হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তমতে পরবর্তী ব্যবস্থা গৃহীত হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব