কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবকাঠামো উন্নয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে নভেম্বর ২০১৯ ০৪:২২ অপরাহ্ন
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবকাঠামো উন্নয়নের দাবি

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোসহ স্বাস্থ্য সেবা উন্নয়নের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে  মঙ্গলবার সকাল হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আবদুল লতিফ খসরু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সামাজিক উদ্যোক্তা রাজু, আবদুল বারেক, কলেজ শিক্ষার্থী সাগর শীল।

বক্তারা কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন ভবন নির্মাণ স্থবিরতার ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হাসপাতালের অবকাঠামো উন্নয়নসহ কার্যকর চিকিৎসক সেবা নিশ্চিত করা দাবি জানান।

উল্লেখ্য, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষে ২০০৮ সালে সম্প্রসারিত নতুন ভবন নির্মাণ কাজ শুরু পর থমকে থমকে রয়েছে। তিন তলা ভবন বিশিষ্ট নতুন ভবন নির্মানকাজ স্থবির হওয়ার ফলে এ উপজেলার লক্ষাধিক মানুষ স্বাস্থ্য সেবা হতে বি ত হয়ে আছে। অপরদিকে ৩১ শয্যার অতি পুরাতন ভবনটি দুই যুগেরও বেশী সময় ধরে জীর্ণদশা। পুরানো ৩১ শয্যার হাসপাতাল ভবন ধসে পড়ার এখন উপক্রম । আর অন্যদিকে ৫০ শয্যার নতুন হাসপাতাল ভবনটি ভিত্তি আর পিলারেই ১১ বছর পার হচ্ছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব