
পটুয়াখালীর কলাপাড়াসহ উপক‚লীয় এলাকার বিস্তির্ন মাঠ জুড়ে শুরু হয়েছে ধান কাটা উৎসব। ভাল ফলন হওয়ায় কৃষকদের চোখে মুখে ফুটে আছে সোনালী স্বপ্ন পূরনের ছাপ। তবে ফরিয়া বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতায় ফসলের কাংখিত মূল্য পাওয়া নিয়ে শংকা রয়েছে কৃষকরা।
কৃষি অফিসের তথ্য সূত্রে জানা যায়, এবছর এ উপজেলায় ৩৪ হাজার ৪৯০ হেক্টার জমিতে আমন চাষ, ২৪ হাজার ৩০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীন ও শুধুমাত্র ১০ হাজার ১৪০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ করেছে কৃষকরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাঠ জুড়ে সোনালি ধান। আমনের ঘ্রানে ভরে উঠেছে গ্রামীণ জনপদ। হলকা বাতাসে পাকা ধানের শীষ দোল খাচ্ছে। অনেক কৃষক ব্যস্ত ধান কাটতে। কেউ কেউ আবার ধানের আঁটি বাঁধতে ব্যস্ত। কেউবা আবার মাথায় করে ধানের আঁটি নিয়ে যাচ্ছেন বাড়ির উঠানে। যেন দম ফেলার ফুরসত নেই। এরই সাথে প্রতিটি কৃষক পরিবারের বাড়িতে চলছে নবান্নের উৎসব। ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। তবে ঘূর্নিঝড় বুলবুল’র তান্ডবে কিছু ধানের ক্ষেতে ক্ষতি হয়েছে। কাংখতি দাম পেলে এ ক্ষতি পুষিয়ে উঠতে পারবে কৃষকরা।

উপজেলার টিয়াখালীর কৃষক নশু হাওলাদার জানান, সে এ বছর ষোল বিঘা জমিতে আমন চাষ করেছেন। প্রতি বিঘায় ১৫ মন ধান হয়েছে। একই এলাকার কৃষক গোলাম মুর্তজা বলেন, খুব ভাল ফসল হয়েছে। আসা করি ভালই দাম পাব। লালুয়া ইউনিয়নের কৃষক পারভেজ মুন্সি জানান, ঘুর্নিঝড় বুলবুল’র তান্ডবে আমাদের আমন ক্ষেতে সামান্য ক্ষতি সাধন হয়েছে। তবে ফলন ভাল হয়েছে। এখন বাজারে ন্যায্যমূল্য পাবো কিনা এ নিয়ে চিন্তায় রয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘূর্নিঝড় বুলবুল যেভাবে আঘাত হেনেছে তাতে অনেকটা আশংকা ছিল। কিন্তু তেমন কোন ক্ষতি সাধন হয়নি। যা হয়েছে তার তালিকা করে পাঠানো হয়েছে। তবে ধানের ভালো ফলন হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব