কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে বিয়ার ও হুইস্কিসহ মায়ানমার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৫শে নভেম্বর ২০১৯ ০২:৪২ অপরাহ্ন
কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে বিয়ার ও হুইস্কিসহ মায়ানমার নাগরিক আটক

গত ২৪ নভেম্বর ২০১৯ রাতে বিসিজি স্টেশান টেকনাফ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মায়ানমারের একটি বাণিজ্যিক জাহাজ হতে আন্দামান গোল্ড বিয়ার ৮০ ক্যান, চ্যাং ক্লাসিক বিয়ার ১৩০ ক্যান এবং ৪৪ বোতল গ্রান্ড রয়েল হুইস্কিসহ ছটি(৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার অন্তর্গত সাইরং খালে উক্ত অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃত মাদক কারবারী মায়ানমারের নাগরিক, তার পিতার নাম লাডো অকিয়া। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং জব্দকৃত বিয়ার ও হুইস্কি মায়ানমার হতে বাংলাদেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এসংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।
ইনিউজ ৭১/এম.আর