জেএনইউডিএস নতুন সভাপতি জুনায়েদ হোসাইন সম্পাদক দ্বীন ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০৭:১২ অপরাহ্ন
জেএনইউডিএস নতুন সভাপতি জুনায়েদ হোসাইন সম্পাদক দ্বীন ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জেএনইউডিএস) ২০১৯-২০ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের ১০ম আর্বতনের শিক্ষার্থী জুনায়েদ হোসাইন ইমন এবং দর্শন বিভাগের ১১তম আর্বতনের শিক্ষার্থী দ্বীন ইসলাম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯-২০ অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি মুলহাম হায়দার গালিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্নী আক্তার, সাংগঠনিক সম্পাদক বেগ শোয়াইব আহমেদ, প্রচার সম্পাদক এফ এম নওরুজ্জামান নিয়ন, দপ্তর সম্পাদক  মো. সাইদুল ইসলাম সাইদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জুবাইদুর রহমান জনি, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক আসাদুজ্জামান, সদস্য নুরুজ্জামান, মোর্শেদ হাসান আসিফ, সারোয়ার হোসাইন সোহান এবং সংরক্ষিত নারী সদস্য নিশাত আন্জুম চৈতী ও রাফিয়া রহমান নির্বচিত হয়েছেন।নির্বাচনের ফলাফল শেষে ১৫ সদস্যের এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, নির্বাচন কমিশনার ও প্রক্টর ড. মোস্তফা কামাল, এবং মডারেটর সুমন কুমার মজুমদার।