
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ১৯:৩৮
বরিশালের আগৈলঝাড়ায় শ্রী শ্রী শ্যামা পুজা ও দীপাবলী রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আস্কর কালী বাড়ী প্রতিষ্ঠিত মন্দিরে সন্ধ্যায় শ্রী শ্রী শ্যামা পুজা উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভক্তরা ঢাক ঢোল বাজিয়ে মায়ের ঘট স্থাপন, সন্ধ্যায় পূর্ব পুরুষের সমাধীতে প্রদীপ জালিয়ে দীপাবলী উৎসব পালন করেন। পরে মন্দির প্রাঙ্গন থেকে র্যালি বের হয়। অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ব্যাপী চলে ভক্তিমুলক গান, শ্যামা সংগীত, পুজা, ছাগ বলিদান ও প্রসাদ বিতরন।
পূজা উপলক্ষে মন্দিরগুলোকেও সাজানো হয়েছে রঙ্গিন আলোয়। পূজামন্ডপগুলোর সামনে নির্মাণ করা হয়েছে তোরণ। সন্ধ্যায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে আস্কর সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পুজা উপলক্ষে জ্বালানো হয় হাজার হাজার প্রদীপ।
সন্ধ্যায় শুভ দীপাবলী শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন উপলক্ষে আস্কোর পুরাতন কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে জাতীয় শিশু সংগঠক লিটন বৈদ্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগধা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, এসময় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি পূজা উদযাপন নারায়ন চন্দ্র বিশ্বাস,সাধারন সম্পাদক পুজা উদযাপন পরিতোষ অধিকারী, বাগধা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এ.আর ফারুক বক্তিয়ার, সাধারন সম্পাদক ইউনুস আলী মিয়া, সাবেক যুবলীগ নেতা অনুকুল চন্দ্র বাড়ৈ,আওয়ামীলীগ প্রচার সম্পাদক বজলুর রহমান মন্টু, বাগধা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল অধিকারী,শিক্ষক হরনাথ হালদার,ইউপি মেম্বার অশোক হালদারসহ প্রমুখ।

ইনিউজ ৭১/এম.আর