
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ২:২৬

ক্রমবর্ধমান জ্বালানীর চাহিদা পূরণে প্রয়োজনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির পক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলা হয়েছে। আজ রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক থেকে এ পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম ও বেগম নার্গিস রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব