
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ৪:৪৫

‘পুলিশের সাথে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ অক্টোবর-২০১৯ ইং) বিকেলের দিকে গাংনী থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ও গাংনী থানা পুলিশের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি ্উদযাপিত হয়। এদিন বিকেল ৩টার সময় গাংনী বাসষ্ট্যান্ড চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে পুলিশং ডে উদযাপনের সূচনা করা হয়। র্যালীটি গাংনী উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব