‘পুলিশের সাথে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ অক্টোবর-২০১৯ ইং) বিকেলের দিকে গাংনী থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ও গাংনী থানা পুলিশের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি ্উদযাপিত হয়। এদিন বিকেল ৩টার সময় গাংনী বাসষ্ট্যান্ড চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে পুলিশং ডে উদযাপনের সূচনা করা হয়। র্যালীটি গাংনী উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জননেতা এমএ খালেক ও গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আ.লীগের সহ-সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার। র্যালীতে অংশগ্রহণ করেন বিভিন্ন সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ। র্যালি শেষে গাংনী থানা ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী থানার অফিসার ইনচাজ (ওসি) ওবাইদুর রহমান। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ,লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার তাসলীম হুসাইন (শিক্ষানবিশ),গাংনী উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এ সময় বক্তব্য রাখেন,গাংনী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,গাংনী উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ,লীগের সভাপতি-সম্পাদক,বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ,জনপ্রতিনিধি, মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গাংনী থানার অফিসার ইনচাজর্ (ওসি) ওবাইদুর রহমান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।