প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, যখনই আমি যুক্তরাষ্ট্র দূতাবাসের কোনো অনুষ্ঠানে গিয়েছি সেখানে জামায়াত নেতা ও যুদ্ধাপরাধীদের দেখেছি। সব সময় তাদের আমন্ত্রণ করা হয়। যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের (জামায়াত ও যুদ্ধাপরাধী) ঘাঁটি হয়ে উঠেছে। তাদের সঙ্গে মিলে তারা সব সময় ষড়যন্ত্র করে। গত ২২ অক্টোবর ঢাকার র্যাডিসন হোটেলে তরুণদের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই আয়োজিত ‘ইয়ুথ অন পলিটিকস, আ সেশন অব ইয়াং বাংলা উইথ সজীব ওয়াজেদ’ শীর্ষক ওই অনুষ্ঠানটি শুক্রবার টেলিভিশনে সম্প্রচার করা হয়।
জয় বলেন, যখন দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, জনগণ ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখছে, তখন দুঃখজনকভাবে ঢাকায় কিছূ দূতাবাস অগ্রগতি ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। আমি বলব না যে, কোনো দেশ এটা করছে। তবে ঢাকায় তাদের মিশনগুলো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র দূতাবাস। তাদের উদ্দেশ্য কী? তিনি আরও বলেন, বাংলাদেশে একটি শক্তিশালী সরকার থাকুক, যুক্তরাষ্ট্র দূতাবাস সেটা চায় না। তারা চায় একটি দুর্বল সরকার, যারা তাদের নির্দেশনা অনুযায়ী চলবে।
এসময় তরুণদের প্রশ্ন করে সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা কি এমন একটা অনুগত সরকার চাইব, যারা যুক্তরাষ্ট্র দূতাবাসের খেয়াল-খুশি মতো কাজ করবে? আমরা কি আমাদের স্বাধীনতা হারাতে চাই? এর আগে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে প্রিয়া সাহা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তোলার পর যুক্তরাষ্ট্র দূতাবাসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছিলেন জয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।