
প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ২৩:১৬

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, যখনই আমি যুক্তরাষ্ট্র দূতাবাসের কোনো অনুষ্ঠানে গিয়েছি সেখানে জামায়াত নেতা ও যুদ্ধাপরাধীদের দেখেছি। সব সময় তাদের আমন্ত্রণ করা হয়। যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের (জামায়াত ও যুদ্ধাপরাধী) ঘাঁটি হয়ে উঠেছে। তাদের সঙ্গে মিলে তারা সব সময় ষড়যন্ত্র করে। গত ২২ অক্টোবর ঢাকার র্যাডিসন হোটেলে তরুণদের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই আয়োজিত ‘ইয়ুথ অন পলিটিকস, আ সেশন অব ইয়াং বাংলা উইথ সজীব ওয়াজেদ’ শীর্ষক ওই অনুষ্ঠানটি শুক্রবার টেলিভিশনে সম্প্রচার করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব