বাউফলে তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ড এর হাফ সেঞ্চুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে অক্টোবর ২০১৯ ০৯:১৯ অপরাহ্ন
বাউফলে তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ড এর হাফ সেঞ্চুরী

পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা-ইলিশ শিকারের অপরাধে এ পর্যন্ত ৫০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তেঁতুলিয়া নদীর চর ওয়াডেল, খানকা, বগি পাতির খাল পয়েন্টে কোস্টগার্ড টিম ১৪ অক্টোবর থেকে আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জেলেদের গ্রেফতার করে এবং ৯ লাখ ৩৬ হাজার মিটার জাল ও প্রায় ১৬ মন মা ইলিশ জব্দ করে। আটককৃত জেলেদের বাড়ি বাঊফল ও ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন গ্রামে। ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃত জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ প্রদান করেন।  

কোস্টগার্ড এর দায়িত্বে থাকা সিনিয়র চীফ পেটি অফিসার ওবায়দুল হক জানান, আমরা ১৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে মোট ৫০ জন জেলে আটক করেছি ও বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে এবং ৯ লাখ ৩৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে।