ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে উঠান বৈঠক করেছে , হিজলা উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য আপা। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায়, বড়জালিয়া ইউনিয়নের ৫ নং দক্ষিণ পশ্চিম বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, তথ্য আপা রূপালী মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার কারিজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন,তথ্য সেবা সহকারী সাবিনা ইয়াসমিন এবং স্নিগ্ধা দাস ও সাংবাদিক দেলোয়ার হোসেন।উঠান বৈঠক ও মুক্ত আলোচনায়, গ্রামীণ মহিলাদের জীবন ও জীবীকা সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন - স্বাস্থ্যগত সমস্যা, বাল্য বিয়ে, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবা সমূহের নানান দিক সম্পর্কে অবহিত করা হয়েছে ।