‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বরগুনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশের আয়োজনে বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন বাস স্টান্ড চত্বরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত) তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এম.পি সভাপতি মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির,সাধারন সম্পাদক,জেলা আওয়ামী লীগ বরগুনা। পৌর মেয়র মোঃ সাহাদাত হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীল, বরগুনা বাস মালিক সমিতির সভাপতি জনাব গোলাম মোস্তফা কিসলু , পৌর প্যানেল মেয়র রইসুল আলম রিপন, আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব এবি.এম আশরাফ উল্লাহ তাহের পাথরঘাটা সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহজাহান হোসেন, সদর সার্কেল বরগুনা প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।