
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ১৬:৪৩

আজ ২২ অক্টোবর ‘আন্তর্জাতিক ক্যাপস লক দিবস’। কম্পিউটারের ক্যাপস লক কি’র গুরুত্ব ও এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে প্রযুক্তিবিদরা এই দিবসটিকে ‘বিশ্ব ক্যাপস লক ডে’ হিসেবে পালন করে থাকেন। আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করে থাকেন তারা টাইপ করার সময় ক্যাপস লক বিরক্তিতে নিশ্চয়ই একবার হলেও পড়েছেন! হ্যাঁ, এই সমস্যাটি বেশি হয় পাসওয়ার্ডের ক্ষেত্রে। যাই হোক, এই ক্যাপস লক সমস্যার সমাধান কিন্তু উইন্ডোজের মধ্যেই দেয়া আছে। যা শুধুমাত্র আমাদের ইনাবল করে নিতে হবে।
ক্যাপস লক বিড়ম্বনা থেকে বাঁচার উপায়-
উইন্ডোজ ১০ এর জন্য
উইন্ডোজ ৮ এবং ৮.১ এর জন্য

ইনিউজ ৭১/এম.আর