
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ০:৩৪

ফেসবুক অ্যাকাউন্টে কথিত কমেন্টের জেরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ৪ জন। আর এই ৪ মুসল্লি নিহত হওয়ার প্রতিবাদে ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদী জনতা। ২১ অক্টোবর সোমবার সকাল ১১ টায় শরিয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোলায় রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে অপমান কারির ফাঁসি ও প্রতিবাদকারী তাওহিদি জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বস্তরের শরিয়তপুর জেলা তৌহিদী জনতার উদ্যোগে মিছিল ও সমাবেশর আয়োজন হয়।
১। মহান আল্লাহ তায়ালা ও রাসুল (সা.) কে নিয়ে অবমাননাকর পােস্ট দাতা বিপ্লব চন্দ্র শুভকে সর্বোচ্চ শাস্তি ফাসি দিতে হবে।
২। এর প্রতিবাদে নবী প্রেমিক তৌহিদী ইমানদার জনতার শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের উপর পুলিশ কর্তৃক নির্বিচারে পাখির মত গুলি করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
৩। সকল আহত ভাইদের সরকারি খরচে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

৪। সকল শহীদ ভাইদের পরিবারকে সরকার কর্তৃক যথাপােযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
৫। ভােলার এই ঘটনায় গ্রেফতারকৃত সকল ভাইদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই দাবীগুলাে বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব