সরাইলে ইঁদুর নিধন অভিযান উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ২১শে অক্টোবর ২০১৯ ০৪:৪৪ অপরাহ্ন
সরাইলে ইঁদুর নিধন অভিযান উদ্ভোধন

সোমবার সকালেব্রাহ্মণবাড়িয়া  সরাইলে ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে র্র‌্যালী ও উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। "আসুন সম্পদও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি " এ স্লোগানকে সামনে রেখে সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি অফিসের হল রোমে ২১অক্টোবর ২০১৯ - ইঁদুর নিধন অভিযান শুরু হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নিবাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা প্রিয়াঙ্কা,  প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান  মোছা রোকিয়া বেগম, এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তার রিনা, উপজেলা কৃষি উপ সহকারী মোঃ অলিউর রহমান, সভা পরিচালনা করেন, কার্ত্তিক চন্দ্রপুরী প্রমুখ।