
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ৪:৩

পবিত্র জুম্মা নামাজের পর উপজেলা বিভিন্ন এলাকার মুসল্লিরা জনপ্রিয় নেতা শহীদ ইকবাল আজাদের মাগফিরাত কামনা করে মসজিদে দোয়া করেছেন।
এদিকে গতকাল সরাইলে প্রয়াত এ.কে.এম ইকবাল আজাদ’র সপ্তম মৃত্যু বাষির্কী উপলক্ষে শনিবার দুপুরে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে মহিলা আসন-১২ সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) এম.পি। উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সরাইল উপজেলা আ.লীগে আহবায়ক এ্যাড. নাজমুল হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগে যুগ্ন আহবায়ক এ্যাড. আবদুর রাশেদ, খাইরুল চৌধুরী বাদল, উপজেলা আ.লীগে সদস্য এ্যাড. জয়নাল উদ্দিন জয়, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ কায়কোবাদ প্রমুখ।
উল্লেখ্য থাকে যে আগামী ২১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জনপ্রিয় আ.লীগ নেতা শহীদ এ.কে ইকবাল আজাদ’র সপ্তম মৃত্যু বার্ষির্কী ।
