সাভারে একটি পোশাক কারখানার কাপড় ও কার্টুন রাখার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। শুক্রবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন হেমায়েতপুর এলাকায় অবনী নীট ওয়্যার নামক কারখানাটির গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর দুইটার দিকে ওই পোশাক কারখানার কাপড় ও কার্টুন রাখার গোডাউনে আগুন লাগার পরে মুহুর্তের মধ্যে আগুন পুরো গোডাউন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সাভারের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময়ে আগুনের তথ্য সংগ্রহ করতে গেলে কারখানার কর্তৃপক্ষ বাধার মুখে পড়ে সংবাদকর্মীরা। এক প্রকার অবরুদ্ধ করে রাখে তাদেরকে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে জানানো যাবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।