
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯, ৪:৪৬

শিল্পাঞ্চল আশুলিয়ায় পৃথক ডাকাতির ঘটনায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালিয়ে ১৮ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের আদালতে পাঠানো হয়। এসময় ৮ ডাকাত আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।
গ্রেপ্তারকৃতরা হলো-শফিকুল, সোহাগ, আলামিন-১, আফজাল, মাজাহারুল, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, মো. কামাল, হান্নান, নিরব, সুলতান, খলিল, রুবেল, আমজাত আলী, সফিকুল, রাসেল ও আলামিন-২।
ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশের এস আই বেলায়েত হোসেন জানায়, গত ১১ অক্টোবর আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় একটি বাসা বাড়ি ডাকাতি ঘটনা ঘটে। এছাড়া ৮ অক্টোবর আশুলিয়ার কবিরপুরে মহাসড়কে ডাকাতের হামলায় দীপ দাস নামে এক যুবক খুন হয়। এর ধারাবাহিকতায় আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাসা-বাড়িতে ডাকাতির ঘটনায় ১৪ জন ও ডাকাতিসহ খুনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে আশুলিয়া থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব