
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ৪:৫৭

বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে পাঁচ দিন ব্যাপী ধানমন্ডির ইএমকে (মাইডাস ভবন) এর সৌজন্যে আপন তিন বোনের গ্রুপ চিত্র কর্ম "UPCYCLED CARFT ART" প্রদর্শনী সম্পন্ন হলো আজ ।
এই চিত্র কর্ম ভিয়েতনাম, ভারত এবং রাশিয়ায় বেশ জনপ্রিয় এবং পরিচিত । এই চিত্র কর্ম বাংলাদেশে প্রথম শুরু করে এই আপন তিন বোন তারা হলেন নিলুফার ইয়াসমিন, আরিফা ইয়াসমিন এবং সাবিনা ইয়াসমিন । এই তিন বোনের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান এই প্রদর্শনীতে তারা বেশ সাড়া পেয়েছেন এবং ভবিষ্যতে দেশে এবং দেশের বাইরে বড় প্রদর্শনী করার পরিকল্পনা তাদের রয়েছে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই চিত্র কর্ম হতে পারে বাংলাদেশের অনন্য এক চিত্র শিল্প বলে জানান তারা।

প্রদর্শনীতে তিন বোনের অনবদ্য চিত্র কর্ম গুলো স্থান পেয়েছে । এই সকল চিত্র কর্মে কাগজ, টিস্যু ,একরেলিক পেইন্টস ব্যবহার করে গ্রাম বাংলা, প্রকৃতি, জীব বৈচিত্র এবং জীবন আবহ তুলে ধরা হয়েছে নান্দনিক তুলির আঁচড়ে ।

ইনিউজ৭১/জিয়া