
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯, ২৩:১৪

ভেদরগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে ৬ জেলেকে ১বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর ) সকালে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এ রায় দেন।
দন্ডিতরা হলেন- চাঁদপুর জেলার যমুনা বোর্ড টিলাবাড়ি এলাকার চান্দু মাঝির ছেলে রাছেল মাঝি(২০),একই এলাকার হানিফা মোল্যার ছেলে, মনির হোসেন মোল্যা(২৪), নাজমুল মোল্যা, হযরত বকমান মোল্যার ছেলে ,আবদুর রহমান মোল্যা(২০), দক্ষিণ তারাবুনিয়া মালকান্দি গ্রামের জামাল শেখের ছেলে মোঃ মনির শেখ(২৮), আনিছ শেখ। এনিয়ে গত ৫দিনে২৮ জন আটক হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহমেদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার রাতে ভেদরগঞ্জের পদ্মা নদীতে মাছ শিকার করছিলেন জেলেরা। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়। উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
