
প্রকাশ: ৫ অক্টোবর ২০১৯, ২:৫১

তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো শেখ হাসিনা-নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক। শনিবার নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত দুই শীর্ষ নেতার বৈঠকে ৭টি সমঝোতা ও চুক্তিতে সই করেছে দু'দেশ। দুই নেতার উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথ তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভারত-বাংলাদেশে সবশেষ জাতীয় নির্বাচনের পর, এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আয়োয়োজন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব