
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কোরেশি। ফোনালাপে কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কোরেশি ড. মোমেনকে টেলিফোন করেন। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহায়তা চান।
আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যেকোনো সংকট সমাধানে সংলাপ ও আলোচনাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব