
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০১৯, ০:১১
সিডও দিবস পালন উপলক্ষে জাতিসংঘ ঘোষিত সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে শোযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী কার্যালয়ের সম্মূখ হতে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুকআবপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে মহিলা পরিষদ সভাকক্ষে মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারএর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, অধ্যক্ষ অলক কর্মকার এবং পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত রায়, মহিলা পরিষদ সাধারন সম্পাদক শাহীদা হক, আন্দোলন সম্পাদক শামীম আরা বেগম নুপুর ও সহ-সভাপতি জাহানারা হাবিব প্রমূখ।
বক্তাগণ সিডও সনদ বাস্তবায়নের মাধ্যমে নাবীর মানবাধিকার প্রতিষ্ঠা, নির্যাতন, বৈষম্যমুক্ত সংস্কৃতি গড়ে তোলা এবং সমতাভিত্তিক মানবিক সমাজ গড়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। সেই সাথে ধর্মীয় মৌলবাদ ও জঙ্গীবাদ প্রতিহত করার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।
ইনিউজ ৭১/এম.আর
