কালকিনিতে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর ২০১৯ ০৬:০২ অপরাহ্ন
কালকিনিতে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন প্রশাসন

মাদারীপুরের কালকিনিতে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেলেন প্রশাসন। আজ মঙ্গলবার সকালে ওই সকল স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলার সাহেবরামপুর বাজারের পাসে গুরুত্বপূর্ন খাল দখল করে ওই এলাকার ছালেক সরদার, জামাল হাওলাদার, দুলাল খলিফা, মনির, রফিক ও হানিফ সরদারসহ বেশ কিছু প্রভাবশালী মিলে দীর্ঘদিন ধরে প্রায় শতাধীক দোকান ঘড় নির্মান করেন। পরে জেলা নির্বাহী মেজিষ্ট্রেট শাহরিয়ার ও উপজেলা সহকারী কমিশন ভূমি (এ্যাসিল্যান্ড) আবদুস সামাদ সিকদারের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ হানিফ চোকদার, মোঃ বেলায়েত হোসেন ও রেবেকা সুলতানা। এদিকে অবৈধভাবে নির্মান করা সকল দোকান না ভাঙ্গায় চড়ম ক্ষোভের সৃষ্টি হয়েছে বাজারের ব্যবসায়ীদের মাঝে। অপরদিকে খালের নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে সকল স্থাপনা ভেঙ্গে দেয়ার দাবী যানান স্থানীয় কৃষকরা। 

স্থানীয় কৃষক আবুল বলেন, খাল দখল করে দোকান ঘড় নির্মান করায় আমাদের চড়ম ক্ষতি হয়েছে। তাই আমরা চাই আমাদের খাল দখল মুক্ত হোক। ব্যবসায়ী বেল্লালসহ বেশ কয়েকজন বলেন, বাজারের খাল দখল করে অবৈধভাবে যারা দোকান নির্মান করেছেন সকলের দোকান ভেঙ্গে দেয়ার দাবী যানাই। শতাধীক দোকান থাকলেও ভাঙ্গা হয়েছে মাত্র ৫০টি। এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, অবৈধভাবে তোলা প্রায় ৫০টি দোকান ভেঙ্গে দেয়া হয়েছে। এবং সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হবে।

ইনিউজ ৭১/এম.আর