পলাশে মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর ২০১৯ ০৫:৫৪ অপরাহ্ন
পলাশে মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয় উদ্বোধন

নরসিংদীর পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজারে পলাশ  উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাছিমা আফরোজা দিলিপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

কার্যালয়টি উদ্বোধন শেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী সুচনা হক, রিয়া হক, ফারজানা আক্তার, অনামিকা দাস, সাথী আক্তার, মাসুমা সিকদার লিজা,ফাতেমা আক্তার দিপা, রুমা আক্তার, ইয়াসমিন আক্তার, আমেনা আক্তার লাকি, রোকসানা বেগম ও হাজেরা আক্তার সুমা প্রমূখ। কার্যালয়টি উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইনিউজ ৭১/এম.আর