
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৩

পটুয়াখালীর কলাপাড়ায় দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় মিঠাগঞ্জ ইউনিয়ন আ.লীগের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগ নেতা ফায়জুল ইসলাম আশিক তালুকদার, মিঠাগঞ্জ ইউনিয়ন আ.লীগ সভাপতি এবিএম শামসুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক বশির খান প্রমূখ। বক্তারা সন্ত্রীসের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে স্থানীয় সন্ত্রাসী রাকিবুল মাদবরের নেতৃত্বে তার ছয়-সাত সহযোগী ধারালো চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে ছাত্রলীগ নেতা রায়হান ও হাসানকে মারাত্মক জখম করে। আহতরা বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব