উখিয়ায় 'ওয়াটার সাপ্লাই প্ল্যান' কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: সোমবার ২রা সেপ্টেম্বর ২০১৯ ১২:০৯ অপরাহ্ন
উখিয়ায় 'ওয়াটার সাপ্লাই প্ল্যান' কার্যক্রম শুরু

কক্সবাজারের উখিয়ায় সুপেয় পানি সরবরাহ প্রকল্প “ওয়াটার সাপ্লাই প্লান কর্মসূচি” শুরু হয়েছে। ৭৫ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্ররকল্পটি বাস্তবায়ন করছে। রবিবার দুপুরে রত্নাপালংয়ের আমতলি নামক গ্রামে আনুষ্টানিকভাবে এ প্রকল্পটি উদ্বোধন  করা হয়।রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জি এম জাহাঙ্গীর মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনন্নেছা বেবী ও উখিয়া জন প্রকৌশল অধিদপ্তরের সুপারভাইজার নুরুল আমিন। প্রকল্পের খনন কাজ উদ্বোধন শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ নুরুল হক।এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমতলি যুবকল্যাণ সমিতির অর্থ সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী জানান ওয়াটার সাপ্লাই প্রকল্পটির মাধ্যমে ৫ শত পরিবার পানি ব্যবহারের সুবিধা ভোগ করবে। এটি উপজেলা পর্যায়ে সর্ববৃহৎ পানি উত্তোলন, সংরক্ষণ ও সরবরাহ প্রকল্প। এ প্রকল্পের সহায়তায় সুবিধা বঞ্চিত অনগ্রসর এলাকার জনগোষ্টির পানির চাহিদা মেটাতে সক্ষম হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানান, বর্তমান সরকার পানি সংকট দুরীকরণে এ প্রকল্পের মাধ্যমে এক সাথে অনেক পরিবারের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশ সরকার এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সুপারভাইজার বলেন ৬ হাজার লিটার পানি ধারণ সম্পন্ন এ প্রকল্পের আওতায় ১ কিলোমিটার এলাকা পযর্ন্ত পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর