পলাশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: রবিবার ১লা সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৩ অপরাহ্ন
পলাশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নরসিংদীর পলাশ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে রোববার সকালে উপজেলার চরনগর্দীতে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খানের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।

পরে নেতাকর্মীরা একটি র‌্যালি নিয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। র‌্যালি শেষে চরনগর্দীর বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঘোড়াশাল পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ভুইয়া সোহেলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আঃ ছাত্তার, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, যুবদলের সভাপতি নেছার আহাম্মেদ, সেচ্ছাসেবক দলের সভাপতি বাছেদ ভুইয়া, ছাত্রদলের সভাপতি মোস্তাক আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান প্রমূখ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব