
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৬

মোবাইল ফোনে হুমকি ও ভয়ভীতির মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে সংঘবদ্ধচক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থেকে তাদের আটক করে র্যাব-৪।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আজ বেলা ১১টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
ইনিউজ ৭১/এম.আর
